রাঙা প্রজাপতির ডানা
অজানার মায়ায়
অজানা অচেনা মায়ায়
রিমঝিম বৃষ্টি পড়ে,
ছেলেবেলার কথাগুলো
শুধুই আজ মনে পড়ে।
পারব কি আর ছোটবেলার
কাগজের নৌকা খেল্তে,
কানামাছির বাঁধা দু’চোখ
পারব কি মেল্তে।
আসবে কি আর শিশির ভেজা
সুন্দরতম রাত্রি,
হতে কি আর পারব সবাই
তারার দেশে যাত্রী।
আসবে কি আর হারানো দিন
সবুজ শ্যামল ছাঁয়ায়,
ভালবাসার ছায়া পথে
অজানার মায়ায়।