রাঙা প্রজাপতির ডানা
অদৃশ্য এক ইশারায়
অচেনা আকাশ বলে দেয়
বৃষ্টি পড়ছে অঝড় ধারায়
মৃদু পায়ে হেঁটে চলে রমনী কোথায়
উল্লসিত কেশ তার,
কাশ বনেতে দুলিতেছে ফুল,
অঝোড় ধারায় ভরিছে কুল
রমনী চলিছে নিজের আবেগে
যেন রাগে কঙ্কন বাজে
স্নিগ্ধ হয়ে গেছে দু’কুল
বৃষ্টি ঝড়ছে অঝোড় ধারায়-
মেঘের কম্পনে কম্পিত ধরা
বিদ্যুতের আলোয় আলোকিত এই তারা
রিমঝিম বৃষ্টি ঝড়ছে অঝোড় ধারায়।
মৃদু পায়ে হেঁটে চলে রমনী
জলের কিনারায়
অদৃশ্য এক ইশারায়।