রাঙা প্রজাপতির ডানা
আঙ্গুলের ইশারায়
কে তুমি বীর করলে জয় একাঙ্গুলের ইশারায়
সাড়ে সাত কোটি মানুষ সে দিন ঘুরিয়া দাঁড়ায়,
হাতে লাঠি গামছা কাঁধে রনাঙ্গণে যায়
বিশ্ববাসী অবাক চোখে ফিরে ফিরে চায়।
কি মন্ত্রণা দিলে সে দিন তোমায় শুধু যাঁচে
জয় বাংলা শ্লোগান মুখে দাঁড়ায় তোমার কাছে,
জাতির পিতা আখ্যায়িত হলে তুমি যে দিন
জাতি ধর্মের কোন ভেদাভেদ রইল না সেদিন।
ততদিন তুমি রইবে বেঁচে বাঙ্গালির বুকে
জয় বাংলা থাকবে বেঁচে দেশবাসীর মুখে,
বিশ্বজয় করলে তুমি আঙ্গুলের ইশারায়
তুমি ছাড়া দেশবাসী আজ কাঁদিয়া বেড়ায়।