কবিতা
আনজানা ডালিয়া’র কবিতা || ঘুড়ি

তুমি ফুলের জন্ম চেয়েছিলে
এমন খুচরো ভালোবাসবে বলে।
আড়াল রাখো তোমার চোখ দু’খানা
কেন? থাক, নাইবা হলো সবটা জানা।
আমি ঘোর কেটে আটকে থাকা ঘুড়ি
নিজেই নিজেকে কয়লার মত পুড়ি।
তুমি ফুলের জন্ম চেয়েছিলে
এমন খুচরো ভালোবাসবে বলে।
আড়াল রাখো তোমার চোখ দু’খানা
কেন? থাক, নাইবা হলো সবটা জানা।
আমি ঘোর কেটে আটকে থাকা ঘুড়ি
নিজেই নিজেকে কয়লার মত পুড়ি।
Lorem ipsum dolor sit amet, consectetur.