কবিতা
আনজানা ডালিয়া’র কবিতা || হৃদস্পন্দন

স্পর্শের ওড়াউড়ি,
গভীর মায়ানন্দে
স্বপ্নরা ছু্য়েছুয়ে যায়
নিঃশব্দে ভরে ওঠে ভালোলাগার পাড়।
ভালাবাসার শর্ত ডানার ওমে আগলে রাখা
সেই শর্তে মানত করা ফিরে পাওয়ার।
মেঘের দেশ থেকে পেড়ে আনা ফুলের নৃত্যে
মনের ঘর ডাকাতি হয়ে যায়
পাহাড় ডিঙ্গিয়ে উড়তে থাকা ঘাসফড়িং এর হৃদস্পন্দন।