চেনা লোক অকস্মাৎ কেন যে অচেনা হয়ে যায়, পথে দেখা হলে না-চেনার ভান করে অন্যদিকে কেন চলে যায়- বুঝি না কিছুই তার। মানুষের জীবনের কত অলি-গলি, কত যে সুড়ঙ্গ পথ কিছুই হয়নি জানা আজও। একসঙ্গে উঠা-বসা পেয়ারের দোস্ত–হঠাৎ কেন যে অচেনার মতো আচরণ করে কিচ্ছু বুঝি না। একদিন যার সঙ্গে তুই-তুকারির সম্পর্কের দহরম-মহরম ছিল সে […]
wow!
Thanks