কবিতা
আবু নাসির এর কবিতা || অনুভূতি

মোর জন্য কেহ নাই আপন
চলে গেছে সব অনেক দুরে
তখন আমি চলে আসি
কুল ভাঙ্গা এই নদীর পাড়ে।
দুর থেকে তারা আমায় দেখে
মুখ ফিরিয়ে ব্যাঙ্গ করে
তখন আমি ছুটে আসি
সবুজে ঘেরা মাঠের ধারে।
যখন সবাই ঘৃনা করে আমায়
ঘাড় ধরে দেয় দুরে ঠেলে
সব ছেড়ে আমি ঠাঁই নেই তখন
পাথরে গড়া পাহাড়ের কোলে।
নদী, সবুজ মাঠ, পাহাড় কোন দিন
করে না কারো সাথে প্রতারণা
এবার বলো মানুষ হয়ে আমি
মানুষের প্রতি রাখবো কি ধারণা!