কবিতা
আবু নাসির এর কবিতা || আশা

আমার ঘর নেই বলে তুমি ভেবো না
তোমায় রাখবো বাইরে দাঁড় করে
মোর মনে একটি আঙ্গিনা আছে
সব টা আজ তোমায় দেবো ছেড়ে।
সেথায় তুমি বসাবে প্রেমের মেলা
গাঁথবে মনের ফুল দিয়ে মালা
আমি শুধু বাইরে থেকে উঁকি মেরে
বাড়িয়ে দেবো আমার গলা।
তুমি যখন ভালোবেসে মুচকি হেসে
আমার গলে পড়াবে মালা
তখন আমি থাকবো না আর রিক্ত
ঘুচবে সকল না পাওয়ার জ্বালা।
সেই আশা নিয়ে আজো আমি
চাতক হয়ে রয়েছি পথ চেয়ে
যেদিন তুমি পাশে এসে হাতটি ধরে
বসবে এসে মনের আঙ্গিনায় গিয়ে।