কবিতা
আবু নাসির এর কবিতা || স্বর্নলতা

মাধবী লতা কয় না কথা
স্বর্ণলতার সনে
একটি থাকে বাড়ীর গেইটে
আরেকটি থাকে বনে।
একটি ফোটে ফুল হয়ে
আরেকটি হলুদ লতা
একটি সুগন্ধ আরেকটি সোনালী
দু’টি বলে মনের কথা।
মাধবী লতা না থাকলে গেইটে
বাড়ীর শোভা হয় না
স্বর্ণ লতা পরজীবি হলেও
সহজে পাওয়া যায় না।
প্রকৃতি বিলাসীরা ঝোপ জঙ্গলে যায়
স্বর্ণ লতার খোঁজে
হলুদ বরণ লতা কি আর
ধরা দেবে সহজে!
বন থেকে বনে ঘুরে সব খানে
হঠাৎ কোথাও মেলে
প্রকৃতি বিলাসীরা ধন্য হন
স্বর্ণ লতা হাতে পেলে।।