রাঙা প্রজাপতির ডানা
উন্নয়নের জোয়ার
উন্নয়নের জোয়ারে
দেশ যে আজ পঞ্চমুখ,
তাই শুনে সব জনতা
মনে মনে পেল সুখ।
দ্রব্যমূল্যের বেড়াজালে
আটকে আমরা গেলাম যে,
অনেক দামে পণ্য কিনে
চোখের জলে যাই ভিজে।
আলু-পটল শাক-সব্জি
খাড়ার উপর ঘা মরার,
দাম বেড়েছে সব পণ্যের
আছে আর কি করার?
দূর্নীতিতে ভরে গেছে
হবে কি আর উন্নয়ন,
ব্যথার জলে ভরে উঠে
আমাদের দু’ নয়ন।