রাঙা প্রজাপতির ডানা
এই সুন্দর বাংলা পেতে
দুই নেত্রীর হিংস্র থাবা
পরছে ফাঁদে জনগন
কতদিন আর চলবে এমন
ভাবছে কি তারা কিছুক্ষণ।
চামচামীতে দেশটা আজ
যাচ্ছে চলে রসাতলে,
চামচামীটাই করে যাবে
বলে বলুক যে যা বলে।
ইচ্ছে ঘুড়ি উড়ায় তাড়া
যে যার মত করে,
নিজের সম্পদ টিকিয়ে রাখে
অন্যের সম্পদ পুড়ে।
হিংসেটাকে পুঁজি করে
হবে কি দেশের উন্নয়ন,
হরতাল কিংবা অবরোধ-কে
করতে হয় শুধু চয়ন।
ক্ষমতার অপব্যবহারের
দায় নেবে কে মান যেতে?
আর কত সইবো মোরা
এই সুন্দর বাংলা পেতে।