কবিতা
এস ডি সুব্রত’র কবিতা || এক বিজয় গাঁথা

অনেক রক্ত বহু সম্ভ্রম ত্যাগের ফসল
মরণ যুদ্ধ প্রগাঢ় দেশপ্রেম প্রিয় স্বাধীনতা
শোষন বঞ্চনা আর্থিক বৈষম্য দাবিয়ে রাখা
মুজিবের ডাকে এনেছে বাঙালি প্রিয় পতাকা
শেখ মুজিবের বলিষ্ঠ কন্ঠ উজ্জ্বিবিত সবে
বাঙালি সকলে রুখে দিল পাক বর্বরতা
মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়েছিল এক
আনল ছিনিয়ে কাংখিত ভোর মুক্ত দেশ
পারেনি সেদিন পাক বাহিনী রুখতে বাঙালি
অবশেষে পরাজয় আত্ম সমর্পণ স্বাধীন ভূমি
দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত এক চিলতে ভূ-খন্ড
সব বাঁধা ডিঙিয়ে রচিত হল এক বিজয়গাঁথা
আমরা সবাই আলোর পথে প্রগতির সাথে
ধর্মান্ধতা নয় ধর্মে বিশ্বাস সেতো মনোমন্দিরে।