রাঙা প্রজাপতির ডানা
কখন যে থামবে
মেঘলা আকাশে
জীবন শুধু ধোয়াশা,
এ দিনে কেন দেখি
শীত আর কুয়াশা।
আশা জাগে অন্তরে
নিরাশা করে ভীড়,
আশায় আশায় থাকি বসে
ধেয়ে আসে তীর।
কি হল আজ দেশটাতে
সবাই বেসামাল,
ধনী বুঝি কেড়ে নিল
গরীবের মালামাল।
কখন যে থামবে
গরীবের বেদনা,
সান্তনা এইটুকু
‘গরীব আর কেঁদো না’।