কবিতা
কিবরিয়া ভূঞা’র কবিতা || তুমিময় আমি

তুমি চলে গিয়েও কি
আমার থেকে যেতে পেরেছো
তোমার চলে যাওয়া কি
আদৌ আমার থেকে যাওয়া হল!
বিচ্ছেদ কিংবা চলে যাওয়া
মানেই শেষ হয়ে যাওয়া নয়।
তোমার স্মৃতি আঁকড়ে
থাকার মাঝে এক মায়া মিশ্রিত।
সেই মায়ায় তুমি আছো,
আমার আমিতে বহমান।
ভালোবাসলে পেতে হবে এমন নয়..
ভালোবাসার স্মৃতি যত্ন করে
লালন করার মাঝে-ও সুখ থাকে।
সেই সুখ টুকু পেতেই না হয়
তোমাকে নিয়ে স্বপ্ন মাঝে,
হারিয়ে যাই দূর অজানায়।
স্বপ্ন মাঝে খুঁজবো তোমায়,
আবার স্বপ্ন মাঝেই হারাবো..
ভালো থেকো প্রিয়তমা।
ভালোবাসার উড়াল পাখির মতো
তোমায় দিলাম মুক্ত করে।