রাঙা প্রজাপতির ডানা
ক্ষমতার চেয়ার
ক্ষমতার চেয়ারে বসে
ফাঁকা বুলি ছাড়ে,
এই করবে সেই করবে
কথার কথা সারে।
আশার বাণী শুনে শুনে
অনেকে ব্যাকুল,
আশার গুড়ে বালি পরে
ঝড়ে সব মুকুল।
ক্ষমতায় এসে ভাবে
কত কি যে করবে,
চেয়ারে বসে বসে
কিভাবে যে লড়বে।
মন্ত্রী আর আমলারা
ক্ষমতার দাশ,
ফাঁকা বুলি শুনায়ে
দিয়ে যায় বাঁশ।