কবিতা
খাদিজা আক্তার ভাবনা’র কবিতা || স্বপ্ন নিয়ে বেঁচে আছি

আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে
ভাসাতে পারিনি নয়নে!
আমি বলতে পারিনি কত না বলা কথা
লিখতে পারিনি চয়নে।
সময়ের ভাঁজে দূরত্ব বাড়ে
সম্পর্কের সুতো হয় ক্ষয়,
সব ভুল মানুষের না,
কিছু দোষ সময়েরও হয়।
কিছুটা অপূর্ণতা থাকা ভালো!!
সব পেয়ে গেলে তো,
ইচ্ছে ও ফুরিয়ে গেল,
আর ইচ্ছে ফুরানো মানে।
জীবনের সব স্বাদই ফুরিয়ে যাওয়া!!
থাকুক না কিছুটা অপূর্ণতা…..
আর এই পূর্ণতা – অপূর্ণতার সাথে রইল….
চির অটুট থাকুক সীমাহীন ভালবাসা।