ছড়া
ছাবিলা ইয়াছমিন মিতা’র ছড়া || বৌ হারানোর শোক

টুসি সোনার বিয়ে হবে
ধুম ধারাক্কা ধুম,
ক দিন ধরে খুকু মনির
হয়নি চোখে ঘুম।
কাল কে হলো গায়ে হলুদ
বিয়ে হবে আজ,
বসে আছে টুসি সোনা
মুখটি করে লাজ।
মাছ মাংস আর কোরমা লোলাও
হচ্ছে অনেক ভোজ,
এমন সময় টুসি সোনার
নেই তো কোন খোঁজ।
কোথায় গেল দেখনা খুঁজে
সারা বাড়ী ঘর,
একটু পরে বিয়ের সাজে
আসবে চলে বর।