কবিতা
জেবুননেসা হেলেন এর কবিতা || কর্তব্য রাগের বহির্বিভাগ

আলোর বিপরীতে তুমি দণ্ডায়মান,
তাই আলোকিত তুমি দৃশ্যমান
এই ছায়াতল থেকে।
অন্ধকার অনধিকার বৃত্ত আঁধারের
বাহু ভেদ করে
আমি তোমার আলেয়ায় অদৃশ্যমান।
পুঁজিবাদী বাজারের সাইনিং লাভ
চাই নি,
রিয়েল লাভ প্রত্যাশী।
রোলিং করে পুরাতন নতুন
প্রেম- সম্পদ
তুমি হৃদকোণে জমিয়ে রাখতেই পারো।
তবু আসল নির্যাসটুকু আমার হলে
আমি আলোতে আসতে রাজি।
লোকে পাজি বলে বলুক।
তুমি বললেই দুজন মিলে আলোকের পথে হাঁটি…
রাজি?