কবিতা
জেবুননেসা হেলেন এর কবিতা || এলোপাথাড়ি কথা

সন্তুষ্টি বা তুষ্টি
যেভাবেই মনের ভাবের
তৃপ্তি ঢেকুর উঠুক।
দিন গেলেই হজম গন্ডগোলে
পিলেতে অশান্তি রোগ
ভাইরাস হয়ে
বাঁধবে বাসা।
আশার কুটিরে
সেই সে হতাশার বীজ
অংকুরিত হতে হতে
জল শুকাবে অথবা
জলতেলে বেড়ে উঠবে
প্রশ্বেদন স্বেদে রাংগাবে সমস্তকে…