কবিতা
জেবুননেসা হেলেন এর কবিতা || গড়পড়তা আয়োজন থেকে

যে গ্রামার আমি বুঝি না
সেই গ্রামারের ভয়েজ ন্যারেসন
আমাকেই কেনো এরেস্ট করে?
একবার দু’বার পতনের শব্দেই আমি আতংকিত!
এখন আর শব্দ শুনবো না বলে
কাকপক্ষী উঠার আগেই কানে তুলো গুজি।
অথচ গুজব হয়ে সেই সব গ্রামাটিক
রচনা ভাবসম্প্রসারণ ব্যাখ্যাসহ এসে
দাঁড়ায় আমার পথ রোধ করে।
আওলা চালের বলক উঠলে যে ভাত ফুটে যায়…
সেই সব তাত্ত্বিক কথায় আমার এখন সময়জ্ঞান টনটনে।
টনিক হিসাবে কিছুক্ষেত্রে গুটিয়ে রাখি নিজেকে।
ভাগ্যিস! পাখি নই তাই উড়লেও পাখা ভাঙার ভয় কম।
তাই উড়ি কিন্তু সাবধানী।
মানুষ মাত্রই সাবধান! হুশিয়ার!