কবিতা
জয়নাল মুনসি’র কবিতা || আল্লাহর দান

একই ধানের চাউল খাই, এক পাতিলে ভাত।
একই মায়ের গর্ভে ধারণ, একই বাপের জাত।
তবে কেন স্বাস্থ্য শরীর,এতো ব্যবধান।
কেউবা লম্বা, কেউবা খাটো,
কেউবা ফর্সা, কেউবা কালো।
কারো বুদ্ধি নিম্নতলে, কারো বুদ্ধি ভালো।
এসব কাজ যে বা করে, তারে কি কেউ চিনো।
তাহারই নাম সৃষ্টিকর্তা, সবাই তাকে মানো।