রাঙা প্রজাপতির ডানা
তুমি হলে ছবি
তোমার মনে ইচ্ছে হলেই দেব এক পলকে
আলোকিত পৃথিবী, চাঁদ হবে সাথী,
চাঁদের আলো যদি ভাল লাগে
তুমি আমার স্বপ্ন হবে।
আমার সুখের ছবি হবে তুমি আমার কল্পনায়।
তুমি যদি চাও নদীদের যৌবন,
সাগরে জল হবে, অবিরাম বৃষ্টির উত্তাল ঝড়।
যদি চাও কুয়াশা, দেব বরফের ঢল,
চাও যদি আমাকে তুমি
গ্রহ পাবে রাত্রী আলো বা রৌদ্দুরে।
মনের ইচ্ছে এক ঝলক দেখা,
প্রেমের কবিতা লেখা,
মনের ছবিতে আঁকা শুধু চোখে চোখ রাখা।
আমি যদি বলি কিছুক্ষণ পাব কি তোমার মন
তবু নেই কোন সাড়া, মন হল দিশেহারা।