রাঙা প্রজাপতির ডানা
তেনার তো নেই গুন
স্বাধীনতায় কি পেয়েছি আমরা
পেয়েছি দুঃখ ভরা মন,
নেতার মিথ্যে কথায় ভিজে না চিড়ে
মরছে যে জনগণ।
যাদের রক্তে গড়েছি দেশ
তাদের দিচ্ছে গালি,
দেখার যেন কেউ নেই আজ
নেতা হালি হালি।
জনগণের মন কেনা যায় সহজে
টাকার কাছে স্বার্থ কি কড়িগুন
দরকার হলে পায়ে পড়ে তারা
তেনার তো নেই গুন।
আশার বেলুন ফুটবে যখন
উঠবে জেগে সবাই তখন
দিনের বেলায় দেখবে চোখে
গভীর আঁধার রাত।
ভয় দেখিয়ে করবে শাসন।
একাত্তরে ছিলাম যুদ্ধে
যুদ্ধেই মোদের খেলা
রক্ত চুষে মারব তোদের
ছিড়বে ছলাকলা।