রাঙা প্রজাপতির ডানা
তোমার জন্যে আমার মনে যত ব্যাকুলতা
তোমার জন্যে আমার মনে
যত ব্যাকুলতা,
বলব তোমায় সংগোপনে
মনের যতকথা।
তুমি কভু পালাবে না
একা আমায় ফেলে,
যাবে নাকো কোথাও তুমি
অন্য কাউকে পেলে।
তুমি যেন আমার মনে
পবিত্র এক মন্দির,
কখন হবে মুক্তি আমার
তোমার এই বন্দী’র।
সারা জীবন বাসব ভাল
নেইতো যবনিকা,
ভালবাসার ভূবনে
জ্বলবে প্রদীপ শিখা।