রাঙা প্রজাপতির ডানা
তোমায় আমি ভালবাসি কতটা
নীলিমার ঐ দূর আকাশে
ছিলে কি তুমি?
জোছনার নীল আলোতে
লুকোচুরি চুমি।
বাসতে তুমি আমায় ভাল
তুমি ছিলে আপন
চলে গেলে হঠাৎ কেন
কোথায় রাত্রি যাপন
বলেছিলে ভালবাসি
থাকবে চির দিন
তোমার জন্য জন্ম আমার
ভালবাসা ঋণ।
ভুলে থাক কেমন করে?
বিবেক হারিয়ে
কেনইবা দূরে আছ
কি সুখ মারিয়ে।