রাঙা প্রজাপতির ডানা
তোমায় কাছে না পেয়ে
চেয়ে থাকি পথ পানে
কখন তুমি আসবে,
ভালবাসি শুধু তোমায়-
হৃদয়কূলে ভাসবে।
আমার হতে যদি
ভালবাসা পেতে মনের স্পন্দনে।
জনম জনম আমি
থাকতাম কাছে সঙ্গোপনে।
জানতাম আমি,
শুধু আমাকে ভালবাসতে
মিথ্যে আশা কখনো আমায়,
পারতে কি দূরে ঠেলে দিতে?
দুঃখ আমায় দিলো উঁকি
তোমায় কাছে না পেয়ে।
ভাঙা গড়ার জীবন খেলায়
গেলাম শুধু তরী বেয়ে।