কবিতা
দীপঙ্কর শীল এর কবিতা || বিরহ দহন

রজনীটা তোমাকে ভেবেই শেষ
শুরুতে মুখটা ভেসে এসেছিলো,
স্মৃতির প্লাবনে থৈ থৈ লোনা জল
হাতড়িয়ে তবু যেন ছুঁয়েছি কোথাও।
কেটে যাচ্ছে প্রতিটি ক্ষণ
অপূর্ব আঁখি ঠোঁট মিশ্রিত বদন,
কল্পনায় হারিয়ে লিখেছি কবিতা
আবেগ অতলে হলাম বিলীন।
গভীর রজনীর নিষ্ঠুর বিরহ দহন
দর্শন করি হৃদয় কুটিরে,
ছলনার পরশ নিয়ে বসে আছো
রিক্ত সিক্ত তৃপ্তে ফিরে আসি।
রাত্রির ক্রান্তিলগ্নে শব্দের জোয়ারে
খুব নিকটে পেয়েছি তোমায়,
উত্তাল প্রেমের ঢেউয়ে নীরব ক্লান্ত
নয়ন মিলনের ঘোর কেটে
শুধু চেয়ে আছো গোলাপ কলি হস্তে।