আমার ধরিত্রীর প্রতিটি রজণী
সেদিন থেকে হয়েছে নিঃস্ব,
চোখের অভ্যন্তরে মৌণতায় তুমি
অনুভূত হয় শুধুই ছলনার অভিষেক।
নিঃস্ব ক্লান্তিতার ভাঙ্গন তীরভূমে
তব আশায় নিমগ্ন থাকি,
তুমি যে শুধুই রহস্যময়ী
হারানোর ভয় যেন পিছু নেয়।
নীলাদ্রী ঐ গহীন বুকে
সূর্যতারাময় পরশ ঝিলিক দু’চোখে,
তোমার ভাসমান হৃদয়ের সবটুকু দিয়ে
ক্ষণ উত্তাল ঢেউ কেন করো হৃদয় মাঝে।
আমার হৃদয়ের প্রেম ফোঁটা রক্ত কণিকা
বহমান রবে চিরদিন,
নিষ্ঠুর একাকিত্বকে মহাকাশ শূণ্যতায় ছুঁড়ে
দিতে চাই শুধু তোমারি আশায়।
তোমাকে পেতে, বহুকাল বহু আশায়
কবিতার আহবানে করেছি বসবাস,
ছন্দে শব্দে ডেকেছি বারে বারে
বিধাতার নিকট করেছি প্রার্থনা।