কবিতা
নইম হাসান এর কবিতা || জাতিসত্তা ও বঙ্গবন্ধু

তোমার অবদান বিস্ময়কর
জানে তাবত বিশ্ব
তবুও ফুলের পাপড়িতে সেদিন
বারুদের গন্ধ ছিল
গুপ্ত ঘাতকের গায়ে ছিল
মেকি ভদ্রতার পোষাক
তোমাকে যারা হত্যা করলো
তাঁরা কি জানতো
জাতিসত্তার রন্ধ্রে রন্ধ্রে প্রোথিত
একটি শ্লোগান-
এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম…..
বাঙালির বুকে জ্বলছে, জ্বলবেই
অগ্নি-শিখা চিরন্তন
তাঁরা যদি জানতো
জাতির জনক অবিসংবাদিত
তিনি মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তাঁর মৃত্যু নেই…
যদি জানতো তবে
লুটিয়ে পড়ে পায়ের কাছে
নত-মস্তকে বলত-
আমাদের ক্ষমা করুন হে নেতা
অতঃপর খসে পড়তো চোখ
ভাষা হারিয়ে হয়ে যেত মূক ও বধির
ইতিহাসের আস্তাকুঁড়ে তাঁদের
কেটে যেত অনন্তকাল
অথচ জনক আমরা বুঝিনি
ষড়যন্ত্র সেদিনের
অমার্জনীয় অপরাধে তাই
ক্ষত নিয়ে বেচে আছি আজও