কবিতা
নইম হাসান এর কবিতা || দুর্বিনীত

তুমি উদাসি, তুমি বিবাগি, তুমি বাঁধনহারা
তোমার মাঝেই খুঁজে পাই আবার সংসারটায়
দুর্বিনীত প্রতিচ্ছবি…. দারুণ পাগলপারা!
তুমি উদাসি, তুমি বিবাগি, তুমি বাঁধনহারা
তোমার মাঝেই খুঁজে পাই আবার সংসারটায়
দুর্বিনীত প্রতিচ্ছবি…. দারুণ পাগলপারা!
Lorem ipsum dolor sit amet, consectetur.