কবিতা
নইম হাসান এর কবিতা || সেই ভাষণ

স্বাধীনতার কথা মনে হলেই
কানে বাজে ঠা ঠা ঠা গুলির শব্দ
ভয়ার্ত চোখে ভেসে ওঠে
জলপাইরঙা ট্যাংক,কনভয়ের
দখলে রাজপথ
জাতি বৈষম্যের তীব্র প্রতিবাদে
জেগে ওঠা বাঙালির অস্তিত্বের শংকা
ঝাঁপিয়ে পড়া নিরস্ত্র মানুষের ওপর
পাকবাহিনীর তান্ডব
ত্রস্ত নগর-বন্দর-জনপদ
দিগ্বিদিক ছোটাছুটি,হত্যাযজ্ঞ নির্বিচার
আগুনে পোড়া ঘর,গুদাম
গবাদিপশুর খোঁয়াড়
ধর্ষিতা বোনের লজ্জাবনত মুখ
ভাইয়ের নিখোঁজ হওয়া
নির্যাতিত বাবার রক্তমাখা শরীর
যুদ্ধে যাবার পথে মায়ের শেষ চেয়ে থাকা…
রেসকোর্স ময়দানের
এক দফার সেই সংগ্রামী ভাষণ
মুক্তিযোদ্ধার হাতে থ্রি নট থ্রি রাইফেল
দুর থেকে ভেসে আসা শ্লোগান
‘জয় বাংলা’ আর
প্রতিশোধের তীব্র দহনে
পায়ের তলায় দলিত পাকপিশাচের লাশ
অতঃপর এলো স্বাধীনতা
মানচিত্রে স্বাধীন বাংলাদেশ