রাঙা প্রজাপতির ডানা
নতুন উদ্যানে বাংলার সূর্যোদয়
কিসের আশায় এই পৃথিবীর পথপানে চাহিয়া থাকি
পরে থাকে শুধু হতাশা অতৃপ্তি,
তবুও এত সুন্দর আমাদের জন্মভূমি।
বাংলার বুকে উড়ে স্বাধীণ এই পতাকা গর্ব আমাদের
পেয়েছি আমরা লাল-সবুজে বিজয়ের মিশ্রণ।
মাগো তোমার ঋণ সুধাবার নয়,
তোমার জন্য আমাদের জন্ম স্বার্থক।
পৃথিবীতে সৃষ্টি হয়েছে ইতিহাস
তৈরী হয়েছে বাংলার স্বাধীন মাটি।
কেন এত হাহাকার কিসের স্বার্থ
অহংকার লুটিয়ে যাবে
যদি আমরা সবে মিলে হই একত্রিত।
বিজয়ের সূর্য উদিত হবে প্রতিদিন
থাকবে স্বাধীন বাংলা যুগে যুগে এই পৃথিবী
দিপ্তীমান আলোয়।
থাকবে না কোন নিরাশা।
সেই আশায় বাঁধব ঘর নতুন উদ্যানে বিজয় পতাকা
উড়িয়ে বাংলার সূর্যোদয়।