না,গঞ্জে জাতীয় ২২তম ও আন্তর্জাতিক ২৯তম প্রতিবন্ধী দিবস পালিত

জাহাঙ্গীর হোসেনঃ
“কোভিট-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে ধারন করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেল পাড়স্থ নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে র্যালী ও সংক্ষিপ্ত সভা করেছে অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ক্যানেলপাড়স্থ কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি রেহেনা আক্তার রেনু এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাসুদ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রাশিদা বেলাল, কোষাধ্যক্ষ মাকসুদা বেগম, সাংগঠনিক সম্পাদক সেন্টু মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক লাভলী রানী ভক্ত, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক লিপি আক্তার, সদস্য সোনিয়া আক্তার, সুমি আক্তার, খাদিজা বেগম, সাহিদা বেগম, সিদ্ধিরগঞ্জ ভূমিহীন প্রতিবন্ধী সংস্থা শামসুদ্দিন ও মনির হোসেন প্রমূখ।