কবিতা
নাজমুল হাসান এর কবিতা || স্বপ্নের পদ্মা সেতু

খরস্রোতা নদীর বুকে
স্বপ্ন দেখে কেউ,
জয় করবে বীর বাঙালী
উথাল পাথাল ঢেউ।
গড়বে তারা পদ্মা সেতু
নিজের অর্থায়নে,
এই ভাবনা ভাবেন যিনি
শয়নে স্বপনে।
অনেক লড়াই তিনটি বছর
গড়তে সেতুখানা,
পেরিয়ে এলেন ষঢ়যন্ত্র আর
হাজার বাধা মানা।
৪১ তম স্প্যান বসলো
যেই না নদীর বুকে,
চুন কালিতে ভরে গেলো
নিন্দুকদের মুখে।
পদ্মা সেতুর স্বপ্ন পূরণ
শেখ হাসিনা করলো,
দেশের টাকায় সেতু করে
বিশ্ব রেকর্ড গড়লো।