নারায়ণগঞ্জে স্ট্যান্ড র্যালী ও কম্বল বিতরণের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

জাহাঙ্গীর হোসেনঃ
“সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্ট্যান্ড র্যালী ও কম্বল বিতরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হোল বিশ্ব কুষ্ঠ দিবস-২০২১।
রবিবার (৩১ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র যৌথ আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে জেলা সিভিল সার্জন ডা, ইমতিয়াজ এর সভাপতিত্বে স্ট্যান্ড র্যালী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা, মোহাম্মদ জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো, শাকির হোসেন, জেলা ইপিআই সুপাররিয়েনটেন্ডেন্ট লুৎফর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার (যক্ষ্মা-কুষ্ঠ) আলতাফ হোসেন মোল্লা, দি লেপ্রসী মিশন ইন্টান্যাশনাল’র প্রজেক্ট অর্গানাইজার লাভলী ম্রং, মেডিকেল অফিসার ডা, পবন রোজারিও, ট্যাকনিকেল অফিসার জুয়েল খিয়াং, ফিল্ড ফ্যাসেলিটিস সবিতা মিস্ত্রী, এরিয়া সুপার ভাইজার মো, আশরাফুল ইসলাম, বিকেএমইএ’ প্রোগ্রাম ম্যানেজার হাসানুজ্জামান শাহ্ ও স্বাস্থ্যকর্মী মো, জালাল মিয়াসহ অন্যান্যরা।
পরে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।