নারায়ণগঞ্জ
না.গঞ্জ সদরে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি অব্যাহত।। ভোগান্তিতে হাজারো মা-শিশু ও কিশোরী

জাহাঙ্গীর হোসেনঃ
না.গঞ্জ সদরে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি অব্যাহত। ভোগান্তিতে পরেছে হাজারো মা-শিশু ও কিশোরী।
বুধবার (২ ডিসেম্বর) সকাল থেকেই না.গঞ্জ সদর উপজেলা টিকা কেন্দ্র প্রাঙ্গণে অবস্থান করে সংক্ষিপ্ত সভা করে সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন পরিষদের কেন্দ্রী সদস্য সচিব ওয়াসউদ্দিন রানা, জেলা সভাপতি মিরাজুল করিম, সদর উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন ও স্বাস্থ্য সহকারি উম্মে সালমা প্রমূখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে নিয়মিত বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় না.গঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য সহকারিগণ অনির্দিষ্টকালের কালের জন্য কর্ম বিরতি পালন অব্যাহত রেখেছে।