রাঙা প্রজাপতির ডানা
পরিপূর্ণ তৃপ্তিতে কাঙ্খিত অধিকার
তোমায় একটি একটি করে দেব গোলাপের কলি
সঙ্গোপনে সযতেœ হৃদয় দিয়ে ছুঁয়ে ছুঁয়ে
শোনাব তোমায় আমি
স্বপ্নের ভাললাগা
ক্লান্তিগুলো সব ধুয়ে স্বপ্নগান,
তোমার কাছে দেব অন্তরঙ্গ ভোরের কাকলী।
তোমায় একটি একটি করে দেব তারার মিটিমিটি আলো
শিশির ভেজা ঘাসের বিস্তীর্ণ শরীরে হাওয়ায়
রক্ত লাল সূর্য্যরে আলো
একটি নতুন দিনের প্রত্যাশায়
তোমায় একটি একটি করে দেব আমার ভালবাসার পরশ
জীবন জগৎ দুঃখ কষ্টে সব যায় হারিয়ে
অস্থির মন চায় বুলিয়ে দিতে একান্ত হাত
তোমার হৃদয়ে যদি বাজে কখনো।