ফেণী জেলার সোনাগাজীর সুলাখালীতে সার্বজনীন সরস্বতী পূজায় শীল সেবা ফাউন্ডেশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

দীপঙ্কর শীল, ফেণী প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতীর পূজা উপলক্ষ্যে সোনাগাজীর সুলাখালী শীল সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাচ্চাদের ও প্রাপ্ত বয়স্কদের বিশেষ সংবধর্না প্রধান করা হয়, সুলাখালী গ্রামে অক্ষয় গার্ড
বাড়ি অনুষ্ঠান আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে রিলেটিভ মিডিয়া এবং উদোক্তা হয়ে কাজ করেন সাংস্কৃতিক পরিচিত মুখ সৈকত শীল।
অনুষ্ঠানে বিচারক মন্ডলী ছিলেন, ফেণীর উদীয়মান কবি দীপঙ্কর শীলসহ বিলাস শীল, টুটন শীল, প্রবীর শীল, ঝুটন শীল, শ্যামল শীল, সৈকত শীল, অপু শীল এবং অজয় শীল,জনি শীল, শুভ শীল, প্রমুখ।
প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র শীল, দিনেশ শীল, সুনিল শীল, পরেশ শীল, তপন শীল, রতন শীল, বিকাশ শীল, অজুর্ন শীল, যতন শীল ও কামাক ও নেপাল ও উওম শীল, অরুন শীল,সুভাস শীল,স্বদেশ শীল, উৎপল শীল। সবার কাছে একটাই চাওয়া আগামীতে যেন সবার পাশে শীল সেবা ফাউন্ডেশন হয়ে আমরা যেন সকলেই কাজ করতে পারি। আর সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।