রাঙা প্রজাপতির ডানা
বাংলায় রাষ্ট্রভাষার অধিকার
মা ওগো মা-
আমার জন্মভূমি মা
আমার গর্ভধারিণী মা
তোমার জন্যে পেয়েছি মোরা
মাতৃভাষার ঘাটি।
মা ওগো মা-
ত্রিশ লক্ষ্য শহীদের বিনিময়ে
স্বাধীণ করেছি মাটি
এই দেশ আমার গর্ব
সোনার চেয়েও খাঁটি
তোমার জন্য স্বার্থক আমার জন্মভূমির মাটি।
মা ওগো মা-
বাংলা মায়ের শত্র“ যারা নির্মূল হয়ে যায়
স্বাধীণতা বিরোধীরা ধ্ংস হয়ে যায়।
ছিনিয়ে এনেছি মোরা রাষ্ট্রভাষা বাংলা
রাজাকার মিশে যাবে রবে মাটি বাংলা ।