সবার হৃদয় জুড়ে।
তুমি আছ জারি সারি
ভাটিয়ালির সুরে।
বৃক্ষরাজির শাখায়
তুমি আছ ফুলের বনে
প্রজাপতির পাখায়।
সমুদ্র পর্বতে
সত্য-ন্যায়ের আন্দোলনে
মিছিলে রাজপথে।
পাখ-পাখালির গানে
তুমি আছ চাষির গোলায়
সোনার বরণ ধানে।
বাংলা মুজিবময়
লক্ষকোটি কণ্ঠে বাজে
জয় মুজিবের জয়।
তোমার উপস্থিতি
বাংলা মানেই বঙ্গবন্ধু
শেখ মুজিবের স্মৃতি।