রাঙা প্রজাপতির ডানা
বিজয়ের উলাস
চারদিকে বিজয়ের উলাস
কাঁপছে সারা বাংলাদেশ,
বিয়াল্লিশ বছর পর নতুন ইতিহাস
রাজাকারের বিচার হচ্ছে শেষ।
জয় বাংলা মুক্তি সংগ্রাম
প্রজন্মে দিচ্ছে ডাক,
চারিদিকে উঠছে ধ্বনি
রাজাকার নিপাত যাক।
জাগরণের মঞ্চে একই কথা
রাজাকার নিপাত যাক,
যুদ্ধাপরাধীদের বিচার করে
বাংলা আবার মুক্তি পাক।