রাঙা প্রজাপতির ডানা
বৃষ্টি ভেজা প্রভাতে
আমি আমার বৃষ্টি আমার মেঘের ঘনঘটা
থামাবো না কোন ভালবাসার বন্ধন
তোমার ভালবাসায় আমি হব
চেনা জানা বৈশাখী রাত
আমি থামাব বৃষ্টি থামাব জলপ্রপাত
কোন অজানায় অদৃশ্য এক ইশারায়
তুমি তো হৃদয়ের পরশ মাখা সোনালী রোদ
তোমার ছোঁয়ায় হব আমি
আলোর পাশে একটু অন্ধকার
তোমার পাশেই রইব পুর্নবার স্রোতে
ঝড় যেমন করে জানে অরণ্যকে।
আমি থামাব ব্যথিত দৃশ্যপট
ভালবাসায় খাঁটি নিখাদ
ভালবাসার বুকে থেমে থাকা ধুলো মেঘ
সব কিছু নেব
ভালবাসার স্রোতে বৃষ্টি ভেজা প্রভাতে।