বেগমগঞ্জে সাংবাদিক নিহতের ঘটনায় না,গঞ্জে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

জাহাঙ্গীর হোসেনঃ
নোয়াখালীর বেগমগঞ্জের বসুরহাটে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে না,গঞ্জে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাংবাদিক মনির হোসেন, রফিক হাসান, জি এ রাজু, আবুল কালাম আজাদ, মোঃ দুলাল হোসেন, মুন্না, শাকিল আহমেদ ডিয়েল, সেলিম হোসেন, বদিউজ্জামান, হারুন অর রশিদ সাগর, কাজী আনিসুল হক, ফিরোজ আহমেদ, মাসুদ আলী, সোহেল রানা, মেহেদী হাসান রাসেল, শফিকুল ইসলাম জনি, মোঃ রাসেল, রাসেল মাহমুদ প্রমুখ।