রাঙা প্রজাপতির ডানা
বড় নেতা সে
নেই আর এই দেশেতে
ভাল কিছুর রীতি,
ক্ষমতার অব্যবহার
এটা কি রাজনীতি।
তেলের মাথায় তেল মাখিয়ে
নিচ্ছে ফায়দা লুটে,
বিনা দোষে করে দোষী
নেতা যায় ফুটে।
নীতির কথা বলে বেড়ায়
স্বার্থলোভী দালালরা,
নীতি ছেড়ে দুর্নীতি
ধরছে সব আমলারা।
মূল্যবোধ নেই তাদের
দিনে খাটে ভাড়ায়
সত্য কথা বলে যারা
নেতা মেরে তাড়ায়।