কবিতা
মাধুরী শর্মা’র কবিতা || খোঁজ

মেঘবালুকার তটে খুঁজি পাবার আশে,
কোন আশাতেই কোন খোঁজ,
অজানা চিতে খুঁজে ফেরা অবিরাম।
মিলিল নীলাম্বরী,অস্তমিত রবি, নীড়ে ফেরে পাখি,
আমার ফেরা হয় না,
ফেরারী মন চায় নিজ নিকেতন, ছুটে যেতে চায় আপন তটে,
খোঁজ পেতে চায় আপন আপনার।