কবিতা
মাধুরী শর্মা’র কবিতা || চেনা জানাতে

চেনা জানার ফেড়ে নিজেকে বেশ গুটিয়ে নিয়েছি,
মন খারাপ হয় না,
কষ্ট হয়না,
বরং
ভালো ই লাগে ,
বেশ তো আছি,
চাপা কান্না কষ্ট দেয় না।
কাঁদতে আর শেখা হলো না। কষ্ট,মন খারাপ বলতে কিছু নেই,,শেখা হলো না।
নিজেকে লুকিয়ে রাখতে বেশ অভ্যস্ত হয়ে গেছি,
বিস্মিত হয়ে চেয়ে থাকি,ভাবি এমন টা কিছু আগে হলে কি হতো, হাসি পায় ,না তা কেন।
তাহলে তো আমার পরিবর্তন হতো না।
আমার বদলের যে বেশ দরকার ছিল, অহেতুক তো হয়নি কিছুই।
আমার বেমানান এর জন্য দরকার ছিল পরিবর্তন, আমার ব্যাকগ্রাউন্ড এর জন্য দরকার ছিল পরিবর্তন, নিজেকে চিনতে দরকার ছিল পরিবর্তন।
চিনতে চিনতে চেনা হলো না নিজেকে।
থাক তবে না চেনাতে চেনাখেলা,চেনা জানাতে।