কবিতা
মাধুরী শর্মা’র কবিতা || নীরব মন্থন

মন ভরিয়ে,তৃষিত তৃষা হরিয়ে হোক মন সাধে জন্মজন্মান্তরের লাগি। হোক ততদিন আছি মোরা যতদিন একই সময়ের টানে,
কিছু টা দিবস- রজনী হোক প্রাণ খেয়ায় ভেসে চলা,,,
যতসব থাক এককোণে,মিলাই ধ্রুবতারায় সন্ধ্যা তারায় তারায়।
সাঁঝের বাতি ছুঁয়ে যাক মোদের তাপিতো হিয়া, ভোরের পাখি নিয়ে যাক যত যাতনার ভেরি।
শুধু তোমার ই জন্য হোক ।তোমাতে আমাতে হোক আরবার, আরেকবার, হাজার বার, বারবার চির জনমের লাগি নীরবতা।
নীরব চিত্ত দহনে আসুক প্রভাত প্রভাতিয়া কলতান।
উঠুক পাখির গানে জেগে হারানো সুর। যে সুর মিলিয়েছে নীলনীলাম্বরে।