কবিতা
মাধুরী শর্মা’র কবিতা || প্রভাত পাখির গান

জাগালে এ প্রাণে সু্র কলতান,বারতা।
দিলে প্রাণে নব বারতা,নব সুর তান।
জাগিয়ে দিলে সুপ্ত কল্পতরু।
মিলালে মোর করোটিপরে,দিলে নবধারা,
দিলে নব সুর,নব কলতান,
বীণার রাগিণীতে নব উচ্ছ্বাস,
তুমি এলে যেন জাগানিয়া সুরে,
তুমি যেন মোর প্রভাত পাখির গান।