রাঙা প্রজাপতির ডানা
মানুষ কেন অবহেলিত
মানুষ কেন অবহেলিত?
দিচ্ছে না ন্যায্য দাম ,
মানুষ পায় না কেন মানুষের সম্মান।
পথে প্রান্তরে কেন গুম হত্যা?
কেন সবাই আজ নিচ্চুপ।
গরীবের রক্ত শোষণ করে
ধনী হচ্ছে ধনের কচ্ছপ।
গরীবের ঘামের মূল্য দিচ্ছে না তারা-
কাজ আদায় করে পারিশ্রমিক দিচ্ছে না তারা।
ভয় ভীতি দেখিয়ে আদায় করে কাজ
গরীবের ভূমি ধনীর দখলে তারা দখলবাজ।
ধনী হচ্ছে আরো ধনী-
বানায় অট্টালিকা,
গরীবের জন্যে শুধুই ফুটপাত যেন কুহলিকা।
রক্ত চোষা পিশাচেরা আজ
মানুষের লেবাস মাথায় তাজ
গরীব বলেই কি ওরা এতা নির্যাতিত
মানুষ নামের পশুদের কাছে এতো অবহেলিত।