রাঙা প্রজাপতির ডানা
মিথ্যে আশায় ফুল ঝড়িয়ে
চাপাবাজির শেষ সিমানায়
দেশের হলো পরিণতি,
ভোটের আগে সব নেতারা
দিচ্ছে যেন প্রতিশ্র“তি।
মিথ্যে আশায় ফুল ঝড়িয়ে
দিচ্ছে শুধু আশা,
সেই আশাতে বসে বসে
হয় যে সর্বনাশা।
বাড়ি হ’বে গাড়ি হ’বে
সুন্দর হবে প্রীতি
খেলার মাঠে খেলা হবে
পাবো সংস্কৃতি।
ইলেকশনের আগে
ফাঁকা বুলি ছাড়েন,
কথায় কথায় রস বানিয়ে
প্রার্থীরা মন কাড়েন।